
গতকাল ৩০মে সাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিন আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয় ১২তম বিশ্বকাপ আসর ২০১৯। বিশ্বকাপের দ্বিতিয় ম্যাচে আজ পাকিস্তানের মুখমুখি হবে ওয়েস্ট-ইন্ডিজ।
চলুন দেখে নিই, ওয়েস্টইন্ডিজ বনাম পাকিস্তানের পরিসংখ্যানঃ
এ পর্যন্ত ইউন্ডিজ পাকিস্তান ১৩৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ইউন্ডিজের জয় এসেছে ৭০ টি তে অপর দিকে পাকিস্তান জিতেছে ৬০ টিতে জয় বাকি তিনটে টাই হয়েছে। ইউন্ডিজ ১০টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে।
বিশ্বকাপে এই দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে, ইউন্ডিজের জয় ৭ টি তে আর পাকিস্তানের জয় মাত্র ৩টি তে।
পরিসংখ্যানে বলছে পাকিস্তান থেকে ওয়েস্টইন্ডিজ অনেক এগিয়ে রয়েছে।

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর অ্যাপস ডাউনলোড করতেএখানে ক্লিক করুন
