
২৫ বছর আগে ‘শেষ’ মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান!আইসিসি ইভেন্টে শেষ কবে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-পাকিস্তান? ক্রিকেটপ্রেমিদের হয়তো মনে আছে, ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে কেপটাউনে শেষ খেলেছিল দুই দল।
মুখোমুখি হওয়া শেষ লড়াইয়ে ১১২ রানে হেরেছিল পাকিস্তান । ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা।তবে নকআউট পর্বে শেষ কবে খেলেছিল দুই দল? এবার হয়তো একটু মাথা ঘামাতে হবে? রেকর্ডের পাতা উল্টে জানা গেল ২৫ বছর আগে আইসিসি ইভেন্টের নক আউট পর্বে শেষ খেলেছিল পাকিস্তান-ইংল্যান্ড।
১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দুই দল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হওয়া ম্যাচে পাকিস্তান ২২ রানে জিতে শিরোপা জয় করে। বৈশ্বিক কোনো টুর্নামেন্টে যা পাকিস্তানের একমাত্র শিরোপা।ওই ম্যাচের পর একাধিক ম্যাচ খেললেও আইসিসি ইভেন্টের নক আউট পর্বে কখনো খেলেনি দুই দল। ২৫ বছর পর আজ আবারও মুখোমুখি দুই দল।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে কার্ডিফে খেলবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।দুই দলের শেষ ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে জিতেছিল নিজেদের মাটিতে। পাকিস্তান এবার কি করে সেটাই দেখার।
