ম্যাচ রিপোর্ট চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭

ম্যাচ নাম্বার ১২ পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা করেন ২৩৬/১০ (৪৯.২) শ্রীলংকার পক্ষে সর্বোচ রান করেন ডিকওয়ালা ৭৩, মেথিউজ ৩৯ পাকিস্তানের পক্ষে বোলিং সর্বোচ উইকেট পান জুনায়েদ ৩/৪০ (১০) হাসান ৩/৪৩ (১০)

শ্রীলংকার দেওয়া ২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪ ওভার ১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেন পাকিস্তান ২৩৭/৭ (৪৪.৫)। পাকিস্তানের পক্ষে সর্বোচ রান করেন  সারফারাজ ৬১* জামান ৫০ অপরদিকে শ্রীলংকার হয়ে সর্বোচ উইকেট নেন প্রদীপ ৩/৬০ (১০)

ফলাফল- পাকিস্তান ৩ উইকেটে জয়ী ‌….ম্যান অফ দ্যা ম্যাচ- সারফারাজ আহমেদ