
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরাতে সবধরণের চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তাই নানাভাবে মোটা অঙ্কের টাকা ঢেলে কয়েকটি দ্বিতীয় সারির দল পাকিস্তান সফর করেছে। সর্বশেষ উইন্ডিজও তাই।
তবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী সাবেক ক্রিকেটার বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের হস্তক্ষেপে আবারো পাকিস্তানে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট।
আসন্ন এশিয়া কাপে দুবাইতে এশিয়ার শীর্ষ দলগুলোর কর্মকর্তারাদের উপস্থিতে এই ব্যাপারে আলোচনা করতে চায় পাকিস্তান। তবে গোপন খবর হলো পাকিস্তানের প্রথম টার্গেট বাংলাদেশের উপরই। একাধিক সূত্রের ভিত্তিতে এমনটাই জানা গেছে। কয়েকজন বিসিবি কর্মকর্তাও এবিষয়ে কথা বলেছেন। তারা বলে এই বছর না হলেও পরের বছরই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এটা অনেকটা নিশ্চিত।
বাংলাদেশের পর পাকিস্তানের টার্গেট ভারত। এরপরই অন্য দলগুলোকে পাকিস্তান মুখী করার কথা ভাববে পিসিবি। অর্থাৎ দীর্ঘমেয়াদি এক পরিকল্পনার মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চান ইমরান খাঁন।
