
ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হট ফেভারিট হতে পারে কিন্তু গতবারের চ্যাম্পিয়নরা বাংলাদেশের বিপক্ষে চাপের মুখে থাকবে। এমনটা মনে করছেন সাবেক বাংলাদেশি কাপ্তান হাবিবুল বাশার।
‘এত দূর এসে আমরা ফাইনালে জায়গা করে নেয়ার সুযোগ হাতছাড়া করতে চাই না।,’ বলছেন ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশকে ভারতের বিপক্ষে পোর্ট অফ স্পেনের ঐতিহাসিক ম্যাচে নেতৃত্ব দেয়া হাবিবুল বাশার।
বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফের ম্যাচে রান তাড়া করে জেতার অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এর ফাঁকে বাদ পড়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত দল।
যার ফলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছে মাশরাফিরা। ‘আমরা এর আগে এশিয়া কাপের ফাইনালে খেলেছিলাম। কিন্তু এটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত হতে যাচ্ছে।
এটা অনেকটা মিনি বিশ্বকাপের মত। ভারতের এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, এতে কোন বিতর্ক নেই যে ভারত চাপের মুখে থাকবে। আমাদের একটি অভিজ্ঞ দল আছে আর আমাদের দরকার দলগত পারফর্মেন্স।’
বাশার মনে করেন, বোলারদের বাংলাদেশ দলের হয়ে বড় কিছু করে দেখাতে হবে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে পার্টনারশিপ গড়তে দেয়া যাবে বলে জানান তিনি।
‘আমাদের শুরু উপরে উইকেট নিয়েই ক্ষান্ত হলে হবে না, আমাদের নিয়মিত বিরতিতে উইকেট নিতে হবে। আমি রোহিত শর্মা বড় ভক্ত, আমি মনে করি তার উইকেট দ্রুত নিতে হবে।’
