পিএসজি আলোড়ন সৃষ্টি করে চড়া দামে নেইমারকে দলে নিয়ে।  প্রায় ২২২ মিলিয়নে কেনা নেইমারকে নিয়ে পিএসজির ব্যাংক খালি হওয়ার কথা।  এমনটাই মনে করেছিল সবাই।

কিন্তু সেইসব ধারণাকে পিছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফিতে কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াল কাতারি পেট্টো-ডলারে পরিচালিত ফরাসী ক্লবাটি।  এর আগে এমবাপেকের সাথে কথা-বার্তা সম্পন্ন হয়েছে বার্সা কর্তৃপক্ষের।

আগামী কয়েক ঘণ্টার ব্যবধানেই এমবাকে হয়ে যাবেন বার্সার।  এমনটাই জানায় স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো। কিন্তু বার্সার কাছ থেকে প্লেয়ার নিয়ে যাওয়া যেন স্বভাব হয়ে গিয়েছে ফরাসী ক্লাবটীর।  সাথে সাথে এমবাপের জন্য নিলাম শুরু করে দেয় ফরাসী ক্লাবটি।

এই সু্যোগে মোনাকো এমবাপের দামকে ডাবল করে দেয়।  কিন্তু কোন কিছুই যেন অসম্ভব নয় পিএসজির জন্য।  সেই ডাবল দাম নিয়েই এমবাপকে দলে ভেড়াল পিএসজি।