
ফুটবল দলে ১০ নম্বর জার্সিটি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জার্সি পরেই পেলে, ম্যারাডোনা, মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান, ব্রাজিলিয়ান রোনালদোর পর লিওনেল মেসিরা খেলছেন।
নেইমার ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরেই খেলেছেন। এখন তিনি পিএসজিতে গিয়েও ১০ নম্বর জার্সি পড়বেন। মেসির কারণে বার্সেলোনায় তাকে খেলতে হতো ১১ নম্বর জার্সি পরিধান করে।
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতেই ১০ নম্বরের ঐতিহাসিক জার্সি পাবেন নেইমার। পিএসজির ১০ নম্বর জার্সি পরে হাভিয়ের পাস্তোরে গত মৌসফুটবল দলে ১০ নম্বর জার্সিটি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই জার্সি পরেই পেলে, ম্যারাডোনা, মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান, ব্রাজিলিয়ান রোনালদোর পর লিওনেল মেসিরা খেলছেন। নেইমার ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরেই খেলেছেন। একন তিনি পিএসজিতে গিয়েও ১০ নম্বর জার্সি পড়বেন।
মেসির কারণে বার্সেলোনায় তাকে খেলতে হতো ১১ নম্বর জার্সি পরিধান করে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতেই ১০ নম্বরের ঐতিহাসিক জার্সি পাবেন নেইমার। জার্সি পরে হাভিয়ের পাস্তোরে গত মৌসুমেও খেলেছিলেন।
বুধবারই আনুষ্ঠানিকভাবে নেইমারের ফরাসি ক্লাবটিতে যোগ দেয়া নিশ্চিত হয়। এরপর পাস্তোরে ১০ নম্বর জার্সিটি পরার জন্য নেইমারকে প্রস্তাব দেন। নেইমার সেই প্রস্তাব গ্রহণ করে পিএসজিতে নিজের প্রথম মৌসুমেই ১০ নম্বর জার্সি পরে খেলতে পারবেন।
অন্যদিকে আর্জেন্টাইন তারকা পাস্তোরে ফিরে যাবেন ২৭ নম্বর জার্সিতে; পিএসজিতে নিজের প্রথম মৌসুমে যেই নম্বর নিয়ে খেলেছিলেন তিনি। পিএসজির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করতে বুধবার রাতেই ফ্রান্সে পৌঁছেছেন নেইমার।
বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার পর শুক্রবারই তিনি পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন বলেই মনে হচ্ছে। এদিকে পিএসজির সঙ্গে শুক্রবার চুক্তিবদ্ধ হলে ফরাসি ক্লাবটির হয়ে অভিষেকের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না নেইমারকে।
২০১৭-১৮ মৌসুমের প্রথম ম্যাচে শনিবার গুইগ্যাম্পের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচেই ফরাসি জায়ান্টদের হয়ে রঙিন ও বর্ণিল অভিষেক হতে পারে নেইমারের।
