বিশ্বকাপের শুরুতেই ইঞ্জুরিতে জর্জরিত বাংলাদেশ। কয়েক দিন আগেই ইঞ্জুরি থেকে ফিরলো সাকিব, রুবেল সেই সাথে মুস্তফিজও ছিলো একটু ইঞ্জুরিতে।  

বিশ্বকাপ খেলতে ইংল্যন্ড যাওয়ার পর ইঞ্জুরিতে পরে তামিম, মাশরাফি ও সাইফউদ্দিন। তাই ভাততের বিপক্ষে মাঠে নামানো হয় নি তামিমকে। মাশরাফির চোট তেমন ছিলো না তাই ভাবনার কিছু নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবে তামিম ও মাশরাফি। 

তবে প্রথম ম্যাচে নাও থাকতে পারে সাইফউদ্দিন। কেননা ইংল্যন্ড যাওয়ার পর তার পিঠের পুরোন ব্যাথা আবারও মাথা চরাদিয়ে উঠেছে। তবে সাইফউদ্দিন যদি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলে তাহলে তাকে পেইন কিলার ইনজেকশন নিয়ে খেলতে হবে। 

সাইফউদ্দিনের চোট কতটা আছে সেইটা জানার জন্য গতকাল (৩০মে) ইস্কেন করা হয়। এখন রিপোর্ট আসলেই যানা যাবে সাইফউদ্দিনের অবস্থা। 

সাইফউদ্দিনের চোট নিয়ে সুজন জানালেন, ‘প্রথম ম্যাচটা সাইফউদ্দিন খেলতে পারবে। শুধু প্রথম ম্যাচ না বিশ্বকাপে সব ম্যাচই খেলতে পারবে। তবে তার পিঠে ব্যথা আছে। খেলতে হলে ইনজেকশন নিতে হবে। এর আগেও একবার তাকে ইনজেকশন নিতে হয়েছিল। আমরা কোনো ঝুঁকি নেব না।’ 

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন