ফুটবলে রেকর্ড গড়ে আবার রেকর্ড ভাঙ্গে। ঠিক তেমনি ভাবে পেলের রেকর্ড ভাঙ্গার ধারপ্রান্তে আর্জেন্টিনার ও বার্সেলোনার সুপার স্টার লিওনেল মেসি। এর আগে এক ক্লাবের হয়ে সর্বোচ্ছ গোল করেছে ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে। সেই রেকর্ডেই ভাগ বসাচ্ছে লিওনেল মেসি। 

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে মেসির আর মাত্র ৩২ গোলের প্রয়োজন। এর আগে পেলে ৭৫৭ ম্যাচে ৬৪৩ গোল করেছেন। প্রতি ম্যাচে গড়ে গোল করেছেন ০.৮৪। কিন্তু ম্যাচ প্রতি গোলের গড়ে এখনই তাঁকে ছাড়িয়ে গেছেন মেসি। ০.৮৮ গড়ে ৬৯৮ ম্যাচে ৬১২ গোল করেছেন মেসি। 

এখন পেলের রেকর্ড ভাঙ্গাটা মেসির জন্য সময়ের ব্যাপার।