দূরন্ত গতির বোলিং রুবেল হোসেন, তিনি জাতীয় দলে এসেছিল বাংলার নাসিথ মালিঙ্গা হয়ে ভিন্নধর্মী অ্যাকশন বল করে থাকে এই টাইগার। বাংলাদেশের অনেক জয়েরই নায়ক পেসার রুবেল।

তবে গত কয়েক বছর রুবেল এর মধ্যে সেই রূপ দেখতে পাইনা। ২০১৫ বিশ্বকাপের পর থেকে এই পর্যন্ত তিনি ১৮ ওয়ান্ডেতে দুটির বেশি উইকেটের দেখা পাননি এমনকি ছয় ম্যাচে রয়েছে উইকেট শূন্য।

আর ২৪ টেস্টের ক্যারিয়ারে এক ইনিংস দুই’র বেশি উইকেট পেয়েছেন মাত্র তিনবার।সর্বশেষ ২০১১ এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে (৩/৮৪)।

এক্ষেত্রে টেস্ট ও ওয়ান্ডের তুলোনায় টি-টোয়েন্টির অবস্থা কিছুটা ভাল। নিউজিল্যান্ড এর বিপক্ষে সর্বশেষ দুই টি-টোয়েন্টিতে রয়েছে তিনটি করে উইকেট।

এক প্রসঙ্গে, পেসার রুবেল হোসেন বলেন, আপনারা হয়তো দেখছেন নিউজিল্যান্ড এর সংঙ্গে একটু ভিন্ন অ্যাকশনে বোলিং করছি, আমি যথেষ্টো চেষ্টা চালিয়ে যাব বিপিএল এই ধরনের অ্যাকশনে বোলিং করার।