বাংলাদেশ বোলিং কোচ হিসেবে পেয়েছে টেস্ট ইতিহাসের সফলতম বোলারদের একজনকে। রুবেলের হোসেনের চাওয়া, সেই ওয়ালশকে সঙ্গে নিয়ে টেস্টে উন্নতির পথে হাঁটা।

রুবেল বলেন, “টেস্ট ক্রিকেটে তার কাছ থেকে অনেক শেখার আছে। কারণ তার টেস্ট রেকর্ড অনেক ভালো। কিভাবে লাইন-লেংথে একটানা বোলিং করা যায়, কিভাবে উইকেট বের করতে হবে বড় বড় দলের সঙ্গে, এটা নিয়ে কাজ করব।”

বাংলাদেশ ক্রিকেটের চাওয়া, গতিময় ও আগ্রাসী রুবেল যেন রঙিন পোশাকের মত কার্যকর হয়ে উঠতে পারেন সাদা পোশাকেও, দলের জন্য সেটি হবে বড় পাওয়া।

মুস্তাফিজ সম্পর্কে কোচ কার্টনি ওয়ালশ বলেন। 

মুস্তাফিজ তার বলে পুরাতোন ধার ফিরে পেয়েছে।

ছুটি কাটিয়ে এসে খুব দায়িত্ব সহকারে ক্যাম্প শুরু করেছিলেন বোলিংদের নিয়ে।

বিশেষ করে মুস্তাফিজকে নিয়ে।

তার ইচ্ছা মুস্তাফিজ তার পুরাতন রূপে ফিরুক।

অবশেষে সফল হয়েছে ওয়ালশ।

মুস্তাফিজ তার লাইন কাটার ফিরে পেয়েছে বলে জানিয়েছে কার্টনি ওয়ালশ।

এখন দেখার পালা কতটা পরিবর্তন হয়েছে মুস্তাফিজ।