
খরা যেন কাটছেই না বাংলাদেশের। একের পর এক ফাইনালে কখনো পাকিস্তান কখনো শ্রীলঙ্কা কখনো আবার ভারতের কাছে। যাই হোক অতিশীঘ্রই ফিরবে ছন্দে ভরসা রাখুন টাইগার্সদের উপর।
চলুন দেখে নেই বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে :
জুন- ওয়েস্ট ইন্ডিজ সফর (২ টেস্ট,৩ ওয়ানডে,২ টি-টুয়েন্টি)
সেপ্টেম্বর- এশিয়া কাপ (ওয়ানডে ফরম্যাটে) সেপ্টেম্বর-অস্টেলিয়া সফর(২ টেস্ট,৩ ওডিয়াই)
নভেম্বর-হোম সিরিজ বনাম ওয়েস্ট ইন্ডিজ ( ২ টেস্ট,৩ ওডিয়াই,৩ টি-টুয়েন্টি)
আশা করছি নেক্সট এশিয়া কাপেই আমাদের আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা খরা কাটবে ওটাই হবে শুরু,যেটা পূর্নতা পাবে ২০১৯ বিশ্বকাপ
