তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনার। এই বিষয়ে কারো কোন সন্ধেহ নেই। তবে বিশ্বকাপ থেকে ফর্মহীনতায় ভুগছে এই ওপেনার। সম্প্রতি শ্রীলংকা সফরে অধিনায়ক করা হয়েছে এই ওপেনারকে।  

শ্রীলংকা সফরেও ২ ম্যাচে ব্যর্থ হয়েছে এই ওপেনার। তবে তামিম ফর্মে থাকলে কতটা ভয়ানক হয় তা সকলেরি জানা। সর্বশেষ ১১ ম্যাচে খারাপ করলেও বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। 

নিচে বাংলাদেশের কিছু ওপেনারের তালিকা দেওয়া হলোঃ 

১) তামিম ইকবালঃ ম্যাচ ২০৩, ইনিংস ২০১, রান ৬৮৯০, গড় ৩৫.৭০, সর্বোচ্ছ ১৫৪, শতক ১১, অর্ধশতক ৪৭, অপরাজিত ৮। 

২) সৌম্য সরকারঃ ম্যাচ ৫৪, ইনিংস ৫৩, রান ১৬৫৯, গড় ৩৩.১৮, সর্বোচ্ছ ১২৭, শতক ২, অর্ধশতক ১০, অপরাজিত ৩। 

৩) ইমরুল কায়েসঃ ম্যাচ ৭৮, ইনিংস ৭৮, রান ২৪৩৬, গড় ৩২.০৫, সর্বোচ্ছ ১৪৪, শতক ৪, অর্ধশতক ১৬, অপরাজিত ২। 

৪) লিটন দাসঃ ম্যাচ ৩৩, ইনিংস ৩৩, রান ৭৬৮, গড় ২৪.৭৭, সর্বোচ্ছ ১২১, শতক ১, অর্ধশতক ৩, অপরাজিত ২। 

৫) নাজমুল হোসেন শান্তঃ ম্যাচ ৩, ইনিংস ৩, রান ২০, গড় ৬.৬৭, সর্বোচ্ছ ৭, শতক ০, অর্ধশতক ০, অপরাজিত ০। 

৬) ফজলে রাব্বিঃ ম্যাচ ২, ইনিংস ২, রান ০, গড় ০, সর্বোচ্ছ ০, শতক ০, অর্ধশতক ০, অপরাজিত ০।