আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পার করেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের হয়ে অনেক সুখস্মৃতি আছে মুশফিকুর রহিমের , তার থেকেউ মুশফিকুর রহিম তৃপ্তি পায় দলীয় সাফল্য। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেন টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি সময় সংবাদে জানান, দলে প্রতিযোগিতা বেরেছে যার ফলেই খেলার প্রতি এখন আরও বেশী মনযোগী আমি ।

২০০৫ সালে লর্ডসে অভিষেক হয় মুশফিকের। দলে নিয়মিত হতে কিছুটা সময় নেন মুশফিক ২০০৭ বিশ্বকাপ থেকে জাতীয় দলের নিয়মিত মুখ তিনি । সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন এক যুগ।

সাক্ষী হয়েছেন বাংলাদেশের দলের উত্থান-পতনের। গেল ক’বছর দলীয়ভাবে সাফল্য পেয়েছে বাংলাদেশ। তবুও দলগত কিম্বা ব্যক্তিগত আন্তর্জাতিক ক্রিকেটে একযুগ পার করেও ২২ গজে যা অর্জন তাতে তৃপ্ত নন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিক।

তিনি বলেন, ‘আমাদের অর্জন অনেক কিন্তু ১২ বছর ক্রিকেট খেলেও এখনও আমার মনে হচ্ছে অনেক কিছুই করার বাকি আছে । আর এটিই পেছন থেকে অনুপ্রেরণা যোগাচ্ছে আমাদের ।’

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মুশফিকের। টাইগারদের হয়ে ৩ ফরম্যাটে খেলেছেন সর্বাধিক ২৮৯টি ম্যাচ। দেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার হলেও খেলার প্রতি তার আগ্রহ কমেনি এতটুকু। তার একাগ্রতা অনুকরণীয় অনেক জুনিয়র ক্রিকেটারে কাছেই।

তিনি বলেন, ‘এখন খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা অনেক। আর আমি চেষ্টা করি দিন দিন আরো ভালো কিছু করার।’

টাইগারদের হয়ে টেষ্টে প্রথম ডাবল সেঞ্চুরি, শততম টেস্টে জয়। মুশফিকের ব্যাটে যেমন রচিত হয়েছে নানা কৃতীত তেমনি তার অধিনায়কত্বেও অনেক সাফল্য বাংলাদেশ । বাংলাদেশের হয়ে ৩ ফরম্যাট মিলয়ে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ডটাও তার দখলে।

তবে মুশফিকের ব্যক্তিগত রেকর্ডে ভালো লাগার চেয়ে তার বেশি ভালো লাগে দলীয় অর্জন।