আগামীকাল ২জুন বিশ্বকাপের পঞ্চম ম্যাচে দক্ষিন আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিট। 

ম্যাচ শুরু আগেই আলোচনা শুরু হয় কে জিতবে। তবে ট্রাইগার ভক্তদের মনে আলোচনা শুরু হয় খুব বেশি। এখন এই আলোচনায় সামিল হলো একটি উট। 

২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভবিষ্যৎ বানী করা সেই উট শাহিন। ফুটবল বিশ্বকাপে শাহিনের ভবিষ্যৎ বানী করা অনেক গুলোই সত্য প্রনানিত হয়েছিলো। 

এখন ভবিষ্যৎ বানী করল বাংলাদেশ বনান দক্ষিন আফ্রিকার ম্যাচে। তার ভবিষ্যৎ বানী অনুযায়ী এই ম্যাচে জয়লাভ করবে বাংলাদেশ। 

এখন দেখার বিষয় উট শাহিনের ভবিষ্যৎ বানী কতটা সত্য হয়।  

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন