১৯৮৬ সালে বাংলাদেশ ওয়ানেডে দলের প্রথম ক্যাপ্টেন ছিলেন গাজী অাশরাফ। সে বছর জন প্লেয়ার গোল্ড লিফ এশিয়া কাপে তার হাত ধরে অংশ গ্রহন করেছিলো বাংলাদেশ।

তারপর থেকে এখন পর্যন্ত মোট ১৩ জন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। যার মধ্যে সবচেয়ে বেশী ম্যাচ অধিনায়কত্ব করেছেন হাবিবুল বাশার।

২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে তিনি মোট ৬৯ টি ম্যাচে অধিনায়ক ছিলেন যার মধ্যে জয় ছিলো ২৯ টিতে অার পরাজয় ৪০ টিতে। বাশারের হাত ধরে ২০০৪/০৫ মৌসুমে জিম্বাবুয়ে বিপক্ষে সর্বপ্রথম ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ।

তারপরেই রয়েছে সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব অাল হাসান। ২০০৯ সালে তিনি অধিনায়কত্ব শুরু করেন। বর্তমান বাংলাদেশ ওয়ানডে দলের সহঅধিনায়ক তিনি। এখন পর্যন্ত ৫০ টি ম্যাচে ২৩ টিতে জয় পেয়েছে সাকিবের অধিনায়কত্বে।

তবে তার পরেরই রয়েছে মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক বলা হয় তাকে।

২০১৪ সালে তৃতীয় বার দায়িত্ব নিয়ে চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। ওয়ানডে র্র্যাংকিংয়ে দশ থেকে ছয়ে গিয়েছে তারই হাত ধরে।

২০১৫ বিশ্বকাপের কোয়াটার ফাইনাল, ঘরের মাঠে প্রথবারের মত পাকিস্তান, ভারত এবং দক্ষিণ অাফ্রিকার সাথে সিরিজ জয় মাশরফির হাত ধরেই এসেছে।

তাছাড়া প্রথমবারের মত চ্যাম্পিয়নস ট্রফিতে সেমি-ফাইনালে খেলেছে মাশরফির হাত ধরেই। এখন পয়ন্ত ৪৭ মাচে ২৭ টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অার পরাজিত হয়েছে ১৮ টি ম্যাচে।