আগামীকাল বিশ্বকাপের পঞ্চম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা। বিশ্বকাপের পঞ্চম ম্যাচ হলেও নিজেদের প্রথম ম্যাচ। কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। মাঠের লড়াই শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক অতীত পরিসংখ্যান কি বলছেন।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে পরিসংখ্যান:- বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত ২১ টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে।
২১ টি ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র ৩ টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০০৭ সালের বিশ্বকাপে গায়নায় সেই জয় আর ২০১৫ তে নিজেদের দেশে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম সিরিজ জয় সুখস্মৃতি টাইগারদের।
অন্যন দিকে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৭ টি ম্যাচ। ফলাফল হয়নি একটি ম্যাচের।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

