আগামী ১৮ আগস্ট দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে। বাংলাদেশ সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট টিম । স্টার্কের বদলি খেলোয়ার হিসেবে নাম ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ান নির্বাচকরা।

প্রথমে ১৩ জনের দল ঘোষণা করেছিলো অস্ট্রেলীয় এখন হয়ে গেল ১৪ জনের। নাথান লায়ন ও অ্যাশটন অ্যাগারের সঙ্গে দলে তৃতীয় স্পিনার হিসেবে যুক্ত হলেন সোয়েপসন। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সদস্য হিসেবে ভারত সফরে গিয়েছিলেন সোয়েপসন।

তিনি নেটে বোলিং করা এবং ম্যাচে পানি টানার দায়িত্বের বাইরে কিছু করার সুযোগ পাননি অভিষেকের অপেক্ষায় থাকা এই ২৩ বছর বয়সি এই লেগ স্পিনার।

অস্ট্রেলিয়া দল:

১) স্টিভ স্মিথ (অধিনায়ক)

২) ডেভিড ওয়ার্নার

৩) অ্যাশটন অ্যাগার

৪) হিল্টন কার্টরাইট

৫) প্যাট কামিন্স

৬) পিটার হ্যান্ডসকম্ব

৭) জশ হেজেলউড

৮) উসমান খাজা

৯) নাথান লায়ন

১০) গ্লেন ম্যাক্সওয়েল

১১) জেমস প্যাটিনসন

১২) ম্যাথু রেনশ

১৩ ম্যাথু ওয়েড

১৪) মিচেল সোয়েপসন।