চলতি বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। সাত দল নিয়ে শুরু হয়েছিলো বিপিএলের ৬ষ্ট আসর।
প্রথম পর্ব শেষে এখন বিপিএলে টিকে আছে ৪ চার দল। এই চর দল নিয়ে শুরু হবে কোয়ালিফাই ম্যাচ।
দেখুন কোয়ালিফাই ম্যাচের সময় সূচীঃ
- ০৪.০২.২০১৯ এলিমিনেটর চিটাগাং বনাম ঢাকা।
- ০৪.০২.২০১৯ কোয়ালিফায়ার ১ রংপুর বনাম কুমিল্লা।
- ০৬.০২.২০১৯ কোয়ালিফায়ার ২ (কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী।
- ০৮.০২.২০১৯ ফাইনাল (কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী)।
- ০৯.০২.২০১৯ রিজার্ভ ডে (ফাইনাল)

