বিপিএল এখন আর আগের রুপে নেই! জমেছে এখন বল, ব্যাট হাতে বেশ জমজমাট। মাশরাফির অধিনায়কত্বে ঢাকা ২ বার ও কুমিল্লা ১ বার চ্যাম্পিয়ন হয়েছিলো, অপরদিকে সাকিবের হাতে ঢাকা চ্যাম্পিয়ন হয় ১ বার।

৪ বারের বিপিএলের আয়োজনে ঢাকা মোট চ্যাম্পিয়ন হয় ৩ বার ও কুমিল্লা চ্যাম্পিয়ন হয় ১ বার। দেখেনিন ৪ বারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহে সেরা ১০ ব্যাটসম্যানঃ

 

১।মুশফিকুর রহিম ৪৬ ম্যাচে ১১৭২ রান।

২।মাহমুদুল্লাহ রিয়াদ ৫১ ম্যাচে ১০৮৮ রান।

৩।তামিম ইকবাল ৩৪ ম্যাচে ১০২৬ রান।

৪।সাকিব আল হাসান ৪৮ ম্যাচে ৯৭১ রান।

৫।আহমেদ সেহজাদ ২৭ ম্যাচে ৯৩৭ রান।

৬।সাব্বির রহমান ৫১ ম্যাচে ৯১০ রান।

৭।নাসির হোসাইন ৪১ ম্যাচে ৮৮৪ রান।

৮।ইমরুল কায়েস ৪০ ম্যাচে ৮৫০ রান।

৯।শাহরিয়ার নাফিস ৩৪ ম্যাচে ৮২৯ রান।

১০।জহুরুল ইসলাম ৪৫ ম্যাচে ৭৭৪ রান।