বিপিএল এর ৫ম আসর নভেম্বরের ৪ তারিখ হওয়ার কথা থাকলেও তা পরবর্তন করা হয়েছে।

৪ তারিখ না হয়ে আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।

শ্যামলীর অ্যাকমি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্ণিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর । সাউদ আফ্রিকা গ্লোবাল টি-টোয়েন্টি  ও বিগ ব্যাশ  টুর্নামেন্টের জন্য তারিখ পরিবর্তন করা হয়েছে।

 

বিপিএলের ৫টি ফ্র্যাঞ্চাইজি ৫ জন বিদেশি খেলোয়াড় নেওয়ার পক্ষে মত দিয়েছে। আর বাকি তিনটি ফ্র্যাঞ্চাইজি ৫ জন বিদেশি খেলোয়াড় নেওয়ার বিপক্ষে আছেন।

আর এ আসরে নতুন আইকন খেলোয়াড় হিসেবে থাকবেন মুস্তাফিজুর রহমান বরিশাল বুলসের হয়ে।

 

এক বছর বিরোতির পর নতুন মালিকানায় বিপিএলে ফিরছে সিলেট। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও যুক্ত হচ্ছে সিলেট।