বিপিএলের পঞম আসরে আইকনদের স্বাধীনতা দেওয়া হয়েছে দল বেছে নেওয়ার। এতে করে নিজেরাই ঠিক করে নিচ্ছেন নিজেদের পারিশ্রমিক। আগের দুবার আইকন তো অবশ্যই, সব খেলোয়াড়ের পারিশ্রমিকের দায়িত্ব বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়েছে। তবে এবার আইকনদের পারিশ্রমিকের দায়িত্ব নেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিল ।

চলুন দেখে নেই কে কত পেল।

১।সাকিব আলা হাসান

দলঃঢাকা ডায়নামাইটস

পারিশ্রমিকঃ৯৫ লাখ টাকা

গত আসরের পারিশ্রমিকঃ৫৫ লাখ

টাকা

২।তামিম ইকবাল

দলঃকুমিল্লা ভিক্টোরিয়ান্স

পারিশ্রমিকঃ৮৫ লাখ টাকা

গত আসরের পারিশ্রমিকঃ৫০ লাখ

টাকা

৩।মাশরাফি বিন মরতুজা

দলঃরংপুর রাইডারস

পারিশ্রমিকঃ৮০ লাখ টাকা

গত আসরের পারিশ্রমিকঃ৫০ লাখ

টাকা

৪।মাহামুদুল্লাহ রিয়াদ

দলঃখুলনা টাইটান্স

পারিশ্রমিকঃ৭৫ লাখ টাকা

গত আসরের পারিশ্রমিকঃ৫০ লাখ

টাকা

৫।মুশফিকুর রহিম

দলঃরাজশাহী কিংস

পারিশ্রমিকঃ৬৫ লাখ টাকা

গত আসরের পারিশ্রমিকঃ৫০ লাখ

টাকা

৬।সাব্বির রহমান

দলঃ সুরমা সিক্সারস সিলেট

পারিশ্রমিকঃ৫০ লাখ টাকা

গত আসরের পারিশ্রমিকঃ২৫ লাখ

টাকা

৭।সৌম্য সরকার

দলঃচিটাগাং ভাইকিংস

পারিশ্রমিকঃ৪৫ লাখ টাকা

গত আসরের পারিশ্রমিকঃ২৫ লাখ

টাকা

৮।মোস্তাফিজুর রহমান

দলঃবরিশাল বুলস

পারিশ্রমিকঃ৪০ লাখ টাকা

গত আসরের পারিশ্রমিকঃগত আসর

খেলেননি।