
নভেম্বরে ২ তারিখ অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে ম্যাচের সংখ্যা ৬০।
প্রথম পর্ব, এলিমিনিটির, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে।
চলুন এবার এক নজরে দেখে নিই বিপিএল-২০১৭ দলগুলোর সর্বশেষ চূড়ান্ত তালিকা।
ঢাকা ডাইনামাইটসঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস।গত আসরে মত এ আসরে নিজেদের সেরাটা দিতে পারলে গতবারের মত এবারো চ্যাম্পিয়ন হতে পারে। কেননা বিশ্বসেরা অনেক তারকাকে দলে টেনেছে জনপ্রিয় দলটি।
দলটির আইকন হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের হাত ধরে গতবার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডাইনামাইটস ।
চলুন দেখে নিই ঢাকা ডাইনামাইসট এর বিদেশি খেলোয়র দের তালিকা।
১) কুমারা সাঙ্গাকারা
২) শেন ওয়াটসন
৩) সুনিল নারিন
৪) শহীদ আফ্রিদি
৫) এভিন লুইস
৬) এসলে গুনারত্নে
৭) মোঃ আমির
৮) নিরশান ডিকওয়ালা
৯) রসফোর্ড বেটন
১০) রেভমন পাওয়েল।
খুলনা টাইটানসঃ
গত বিপিএলে রানার্সআপ খুলনা টাইটান্সে এবারো আইকন হিসেবে থাকছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হতে রিয়াদকেই অধিনায়ক হিসেবে চাইছে খুলনা টাইটান্স ।
দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন।
১) ক্রিস লিন
২) জুনায়েদ খান
৩) রাউলি রুশো
৪) শাদাব খান
৫) শারফরাজ আহমেদ
৬) কাইল অ্যাবট
৭) এস প্রসন্ন।
রাজশাহী কিংস:
‘বরিশাল বুলস’ ছেড়ে নিজ জেলার দল রাজশাহী কিংসে আইকন মুশফিকুর রহিম।
দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন।
১) লেন্ডল সিমন্স
২) মালকম ওয়ালার
৩) সামিট প্যাটেল
৪) জেমস ফ্রাঙ্কলিন
৫) ড্যারেন সামি
৬) লুক রাইট।
রংপুর রাইডার্সঃ
কুমিল্লা ছেড়ে এবার রংপুর রাইডার্সে হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি। ৪র্থ আসরে দল মালিকের সঙ্গে মনমালিন্যের ঘটনায় কুমিল্লা ছেড়ে রংপুরে পাড়ি দিচ্ছেন তিনি।
দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন।
১) থিসারা পেরেরা
২) স্যামুয়েল বদ্রি
৩) রবি বোপারা
৪ ক্রিস গেইল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
কুমিল্লা ছেড়েছেন মাশরাফি। আর সে জায়গায় আইকন হিসেবে থাকবে তামিম ইকবাল। যদিও জন্মভূমি ও নাড়ির টানে চিটাগং ছেড়ে যেতে চায়নি তামিম। কিন্তু পেশাদারিত্ব বলে একটা কথা আছে সেটা প্রমাণ দিলেন তামিম ইকবাল।
দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন।
১) রশিদ খান
২) কলিন মুনরো
৩) শোয়েব মালিক
৪) এঞ্জেলো মাথিউজ
৫) মোঃ নবী
৬) হাসান আলী
৭) ফাহিম আশরাফ
৮) ইমরান খান জুঃ।
চট্টগ্রাম ভাইকিং:
গত আসরে আইকন ছিলেন তামিম ইকবাল। তবে এই বার আইকন সৌম্য সরকার।
বরিশাল বুলস:
বিপিএলের পঞ্চম আসরে নতুন আইকন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। দলে ভিরিয়েছে বরিশাল বুলসের।
