
যেকোন দেশের লীগ মানেই বিদেশি খেলোয়ার এর আনাগোনা। ঠিক তেমনি বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) ২০১৭। এখানেও আছে বিভিন্ন দেশের খেলোয়ার।
আসুন দেখে নেই এখন পয়ন্ত নিশ্চিত হওয়া ৪০
বিদেশী ক্রিকেটারদের তালিকা এবং দল।
ঢাকা ডাইনামাইটস
১। কুমারা সাঙ্গাকারা,
২। শেন ওয়াটসন,
৩। সুনিল নারিন,
৪। শহীদ আফ্রিদি,
৫। এভিন লুইস,
৬। এসলে গুনারত্নে,
৭। মোঃ আমির,
৮। নিরশান ডিকওয়ালা,
৯। রসফোর্ড বেটন,
১০। রেভমন পাওয়েল
১১। গ্রায়েম ক্রেমার
.
খুলনা টাইটানস
১। ক্রিস লিন,
২। জুনায়েদ খান,
৩। রাউলি রুশো,
৪। শাদাব খান,
৫। শারফরাজ আহমেদ,
৬। কাইল অ্যাবট,
৭। এস প্রসন্ন।
.
রংপুর রাইডারস
১। থিসারা পেরেরা,
২। রবি বোপারা,
৩। জনসন চার্লস,
৪। স্যামুয়েল বদ্রি,
৫। ক্রিস গেইল,
৬। ডেভিড উইলি,
.
কুমিল্লা ভিক্টোরিয়ানস
১। রাশিদ খান,
২। কলিন মুনরো,
৩। শোয়েব মালিক,
৪। এঞ্জেলো মাথিউজ,
৫। মোঃ নবী,
৬। হাসান আলী,
৭। ফাহিম আশরাফ,
৮। ইমরান খান।
৯। ডোয়েইন ব্রাবো
.
রাজশাহী কিংস
১। লেন্ডল সিমন্স,
২। মালকম ওয়ালার,
৩। সামিট প্যাটেল,
৪। জেমস ফ্রাঙ্কলিন।
.
সুরমা সিক্সার্স
১। ডেবিড মালান,
২। ক্রিস জর্ডান,
৩। মোহাম্মদ সামি।
