বিশ্বকাপ শুরু থেকে সব দল গুলোর মোটামুটি ধারণা তিন’শ বা তিন’শ প্লাস রান না করলে ম্যাচ জেতা অসম্ভব সেই তাড়না থেক সব টিম গুলো এক প্রকার ঠিক করে রেখেছে আগে ব্যাটিং করে তিন’শ করতেই হবে। মুলত এই কারণেই ব্যর্থ হচ্ছে এশিয়ার টিম গুলো। বিষয়টা স্পষ্ট করেছেন মারশাফি। 

সবচেয়ে বড় কথা আমাদের অধিনায়ক বিষয়টা ধরতে পেয়েছে। সেহেতু আমরা ধরেই নিতে পারি আমরা উইকেটে প্রথমে সেট হওয়ার জন্যই মাঠে নামবো। এতে পজিটিভ কিছু হওয়ার আশঙ্কাটাই বেশি।   

যদি দশ ওভার আমরা কোন উইকেট না দিয়ে স্কোরের দিকে না তাকাই তাহলে বাংলাদেশ এই টিমের কাছ থেকে দু’শ নব্বই থেকে তিন’শ আশা করাটা বোকামি নয়।  

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন