
বিশ্বকাপে ওয়ার্নারের জার্সিতে অস্ট্রেলিয়া না লিখে এখানে লিখে দেওয়া হয়েছে পতারক। গত বছর টেষ্ট ক্রিকেটে বল বিকৃত করার জন্য এক বছরের জন্য নিষদ্ধ ছিলো।

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও মন থেকে ক্ষমা করতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। বার্মি আর্মি নামে পেইজে ওয়ার্নারের ছবি আপ দেওয়া হয়েছে। সেই ছবিতে দেখা যায় জার্সিতে অস্ট্রেলিয়ার পরিবর্তে লিখা আছে ‘চিটার’।
শুধু ওয়ার্নার নয়, বার্মি আর্মি টার্গেট করেছেন মিচেল স্টার্ক বা নাথান লায়নকেও। টুইটারেই এই দুই বোলারের ছবিতে হাতে বলের জায়গায় ফটোশপ করে ঢোকানো হয়েছে স্যান্ড পেপারের রোল। এই স্যান্ড পেপার দিয়েই বল বিকৃত করার অভিযোগ উঠেছিল ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফ্টের বিরুদ্ধে।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এপসটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
