৩০ মে ২০১৯ থেকে শুরু হয়েছে ক্রিকেটের সব থেকে বড় আসর বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডে।
আর বিশ্বকাপে দ্বিতিয় ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান। নটিংহামে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকাল ৩:৩০ মিনিট।
পাকিস্তান ও ওয়েস্ট-ইন্ডিজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে। ক্যারিবীয়রা ভয়ডরহীন ক্রিকেট খেললেও পাকিস্তান অধিনায়ক এসব নিয়ে ভাবছেন না। বরং চাপটা ওয়েস্ট ইন্ডিজের ওপর তুলে দিলেন।
সরফরাজ বলেন, ‘অনিশ্চিত-আনপ্রেডিক্টেবল বলেই সবাই পাকিস্তানকে ভয় পায়। কারণ, পাকিস্তান দলটা বিপজ্জনক। বিশ্বকাপে সবচেয়ে অনিশ্চিত দল হয়ে থাকাটা তাই ভালোই।’
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

