ক্রিকেটের সবথেকে জনপ্রিয় আসর ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে ১৯৭৫ সালে। সর্বশেষ বিশ্বকাপ হয় ২০১৫ সালে। এনিয়ে বিশ্বকাপের আসর হয় এগারটি।  

আজ ৩০মে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের বারতম আসর। এই আসর শুরু হওয়ার আগে সকলের মনে প্রশ্ন কে হবে এই আসরের সর্বোচ্ছ উইকেট শিকারি? 

ক্রিকেট বিশ্বকাপের এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

দেখেনিন বিগত আসরগুলোর সর্বোচ্চ উইকেট শিকারিদের,  

১৯৭৫ -গিলমোর (১১ উইকেট) 

১৯৭৯ -মার্ক হেন্ড্রিক (১০ উইকেট) 

১৯৮৩ -আর বিনি (১৮ উইকেট) 

১৯৮৭ -ম্যাকডার্মট (১৮ উইকেট)

১৯৯২ -ওয়াসিম আকরাম (১৮ উইকেট) 

১৯৯৬ -অনিল কুম্বলে (১৫ উইকেট) 

১৯৯৯ -আ্যলট/ওয়ার্ন (২০ উইকেট) 

২০০৩ -চামিন্দা ভাস (২৩ উইকেট) 

২০০৭ -গ্লেন ম্যাকগ্রা (২৬ উইকেট) 

২০১১-জহির খান / আফ্রিদি (২১ উইকেট) 

২০১৫ -ট্রেন্ট বোল্ট/মিচেল স্টার্ক (২২ উইকেট)