গত ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হয়েছে  ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। ৫দিন ধরে বিশ্বকাপ খেলা শুরু হলেও এখনও হয়নি ভারতের খেলা। তাদের খেলা হবে ৫ জুন। তবে খেলার আগেই খারপ খবর শুনতে হচ্ছে ভারতকে। 

গত সোমবার বুমরাহ কে ইংল্যান্ড এর সাউদাম্পটন স্টেডিয়ামে অনুশীলনের সময় সন্দেহ জনক ড্রাগ সেবন করতে দেখেন নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসি এর এন্টি ড্রাগস এজেন্সীর বিশেষ একজন কর্মকর্তা। 

বুমরাহ্ কে মূলত দুই ধরনের পরীক্ষা করা হবে,প্রথমত মূত্র ও পরবর্তী তে রক্ত পরীক্ষা হবে। বুমরাহ্ কোন ধরনের ড্রাগস সেবন করেছিলো তা  এখনোও নিশ্চিত নয়, তবে ডোপ টেষ্টে যদি কোন কিছু ধরা পড়ে,তাহলে বুমরাহ্ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন।  

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন