বিশ্ব – কনফেডারেশন কাপ অস্ট্রেলিয়া বনাম জার্মানি আজকের ম্যাচের খুঁটিনাটি :

খেলা শুরু হওয়ার ৫ মিনিটেই জার্মানির পক্ষে  জে ব্রান্ড এর এসিস্টে  এল স্টান্ডল গোল করেন। খেলা যখন ৪১ মিনিটে তখন সেই গোল পরিশোধ করেন অস্ট্রেলিয়ার টি রোগীক, ৪৪ মিনিটেই আবার জার্মানির জে ড্রেক্সলার অস্ট্রেলিয়ার জালে বল দিয়ে ২-১ এ এগিয়ে নেন নিজ দল জার্মান কে।

৪৬ মিনিটে অস্ট্রেলিয়ান কোচ আর ক্রুসে কে মাঠ থেকে তুলে নিয়ে মাঠে নামান এম লুওঙ্গ কে। আবার জার্মানির ৪৮ মিনিটে L. Goretzka নজর কারা গোলে জার্মানি কে ৩-১ এ এগিয়ে নিয়ে যান। কিন্তু ৫৫ মিনিটে নিজের একটু ভুলের কারনে হলুদ কার্ড পান জার্মানির  L. Goretzka.

অস্ট্রেলিয়া যখন হারের মুখে দারিয়ে তখন ৫৬ টি জুরিক একটি গোল দিয়ে গোল ব্যবধানটা একটু কমিয়ে আনেন ৩-২ এ। ৫৭ মিনিটে জার্মানির টি ওয়ারেন কে তুলে মাঠে নামান এস ভ্যাগনার কে। আবার জার্মানি কোচ ৬৩ মিনিটে N. SüleJ কে তুলে মাঠে নামান জে ব্রান্ড কে।

ফলাফল জার্মানি ৩-২ গোলে জয়ী