
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।মাশরাফির সিদ্ধান্ত অনুযায়ী ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপে ৪৪.৩ ওভারে মাত্র ১৮২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
টাইগারদের হয়ে এদিন স্টার্ক-কামিন্সদের বিপক্ষে একাই লড়ে গিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দ্বিতীয় শতক না হাঁকাতে পারলেও তামিম ফিরেছেন ইনিংস সর্বোচ্চ ৯৫ রান করে।
অজিদের পক্ষে মিচেল স্টার্ক একাই নিয়েছেন সর্বোচ্চ চার উইকেট। জয়ের জন্য অস্ট্রেলিয়া ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রিয়াদ-মুশফিকরা। টাইগারদের ছুঁড়ে দেয়া লক্ষ্যেই ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে স্টিভ স্মিথের দল।
দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ মিলে শুরুটা ভালোই করেছে অস্ট্রেলিয়া। টাইগার বোলারদের দেখে শুনে খেলার পাশাপাশি বাউন্ডারি হাঁকিয়ে দলকে গুরুত্বপূর্ণ রান এনে দিচ্ছিলেন এই দুই অভিজ্ঞ অজি।
কিন্তু দলীয় রান পঞ্চাশের পৌঁছানোর ঠিক আগে মাশরাফি বোলিংয়ে নিয়ে আসেন পেসার রুবেল হোসেনকে। আর বোলিংয়ে এসে মাশরাফিকে নিরাশ করেননি এই পেসার।অজি ওপেনার অ্যারন ফিঞ্চকে লেগ বিফরের ফাঁদে পেলেন রুবেল। ১৯ রান করে রুবেলের প্রথম শিকার হয়ে ফেরেন এই ডানহাতি।
ফিঞ্চ ফিরে গেলেও স্মিথের সঙ্গে জুটি বেঁধে দলকে পঞ্চাশের উপর নিয়ে যান বাঁহাতি ওয়ার্নার।কিন্তু ১৬ ওভার খেলা মাঠে গড়ানোর পরই মাঠে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে বর্তমানে খেলা বন্ধ রয়েছে। যদি বৃষ্টি না থামে তাহলে দু’দলই এক এক পয়েন্ট পাবে।
আর বৃষ্টি থেমে গেলে যদি ওভার কমিয়ে বৃষ্টি আইনে খেলা হয় সেক্ষেত্রে ২০ ওভারে অজিদের করতে হবে ১০৯, ২৫ ওভার হলে ১২৭, ৩০ ওভার ১৪২, ৩৫ ওভারে ১৫৫ এবং ৪০ ওভারে হলে অজিদের টার্গেট দাঁড়াবে ১৬৬ রানের।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান। ডেভিড ওয়ার্নার ৪০ এবং স্টিভ স্মিথ ২২ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন।
