
৬-৬-২০১৭ নিউ জিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চল করেছে স্বাগতিক ইংল্যান্ড। ফলে বর্তমানে কঠিন এক সমীকরণে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’ এর সকল দল। তবে পরবর্তী দল হিসাবে কোন দল যাবে এখানো নিশ্চত নয়। বাংলাদেশ, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তিন দলেরই রয়েছে সেমিতে উঠার সুয়োগ।
৯ জুন নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারাতে পারলে আর ১০ জুন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলে সেমিতে চলে যাবে বাংলাদেশ। বাদ পড়বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
তবে খেলার থেকে আলোচিত বিষয় লন্ডনের আবহাওয়া। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৯ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে। ঐ ম্যাচে যদি বৃষ্টি নামে তাহলে কোন দল যাবে সেমিতে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভব্যনা বেশী। তার কারন রান রেট পয়েন্টে কিউদের থেকে বাংলাদেশ এগিয়ে।
তাই নিউ জিল্যান্ডকে পিছনে ফেলে সেমিতে চলে যাবে বাংলাদেশ। তবে অবশ্যই পরের দিন ১০ জুন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার হারতে হবে। তাহলেই বাংলাদেশ যাবে সেমিতে। অার যদি ঐ ম্যাচও বৃষ্টির কারনে পরিত্যক্ত হয় তাহলে অস্ট্রেলিয়া কনো ম্যাচ না জিতে চলে যাবে সেমিতে।
আর যদি নিউ-জিল্যান্ডের সাথে বাংলাদেশ জয়লাভ করে এবং ইংল্যান্ডের-অস্ট্রেলিয়ার ম্যাচ পরিত্যক্ত হয়। তবে রান রেট পয়েন্টে বাংলাদেশ এগিয়ে থেকে চলে যাবে সেমিফাইনালে।
