অাসরের দ্বিতীয় সেমিফাইনাল বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে। তবে খেলার মাঠের থেকে বেশী অালোচিত বিষয় লন্ডনে অাবহাওয়া নিয়ে। অার হবেই না বা কনো।

এই বৃষ্টিই কারনে এবার পরিত্যক্ত হয়েছে একাধিক ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফিতে এত দিন ছিলো গ্রুপ পর্বের ম্যাচ। তাই ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে।.কিন্তু এখন শুরু হবে সেমিফাইনালের লড়াই। এখানে যারা জিতবে তারা ফাইনালে খেলবে।

কিন্তু বৃষ্টির কারনে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে কি হবে? কোন দল খেলবে ফাইনাল। এমন একটি প্রশ্ন সবার মনে।.যদি বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দল খেলবে ফাইনাল। কারন সেমিফাইনালের জন্য কনো রিজার্ভ দিন রাখেনি অাইসিসি ।

সে দিক থেকে যদি বাংলাদেশ-ভারত ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত হয় তাহলে ভারত ফাইনালে চলে যাবে। ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম সেমিফাইনাল পরিত্যক্ত হলে সেক্ষেত্রে ইংল্যান্ড চলে যাবে ফাইনালে।