
কিছু দিনের ভিতর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে ব্রাজিল ও উরুগুয়। এই দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ।
আর্জেন্টিনা স্কোয়াডঃ
গোলরক্ষক
- আগুস্তিন মারচেসিন (পোর্তো),
- হুয়ান মুসো(উদিনেসে),
- এমিলিয়ানো মার্টিনেজ (আর্সেনাল),
- এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)
ডিফেন্ডার
- হুয়ান ফয়েথ (টটেনহাম),
- রেনজো সারাভিয়া (পোর্তো),
- নিকোলাস ওটামেন্ডি (ম্যান সিটি),
- জার্মান পাজ্জেলা (ফিওরেন্টিনা),
- ওয়াল্টার কানেমান (গ্রেমিও) ,
- নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স),
- নেহুয়েন পেরেজ (ফামালিকো)
মিডফিল্ডার
- জিওভান্নি লো সেলসো (টটেনহাম),
- লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি),
- নিকোলাস ডমিনগুয়েজ (ভেলেজ সার্সফিল্ড),
- রদ্রিগো দে পল (উদিনেসে),
- মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন),
- লুকাস ওকাম্পোস (সেভিয়া),
- গুইদো রদ্রিগেজ (ক্লা আমেরিকা)
ফরোয়ার্ড
- লিওনেল মেসি (বার্সেলোনা),
- সার্জিও আগুয়েরো (ম্যান সিটি),
- নিকোলাস গনজালেজ (স্টুটগার্ট),
- লুকাস আলারিও (লেভারকুসেন),
- লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান),
- পাউলো দিবালা (জুভেন্টাস)

