
এশিয়া কাপের মিশনকে সামনে রেখে আজ শুরু হয়েছে বাংলাদেশের অনুশিলন ক্যাম্প, প্রথম দিন অনুশিলন করে ২৯ জন ক্রিকেটার। সেখানে দিয়েছেন ব্লিপ টেস্ট। এই টেস্টে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। তিনি পয়েন্ট পেয়েছে ১২.৬; সবচেয়ে কম পয়েন্ট রুবেল হোসেনের। সবচেয়ে কম পয়েন্ট পেলেও রুবেলের ফিটনেস সন্তোষজনক, তার প্রাপ্ত পয়েন্ট ১০ এর বেশি।
এটি নিয়ে টানা দ্বিতীয়বারের মত ফিটনেস ক্যাম্পের ব্লিপ টেস্টে সবাইকে পেছনে ফেললেন নাজমুল হাসান শান্ত। এর আগে গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত টাইগারদের ফিটনেস ক্যাম্পের ব্লিপ টেস্টেও সবচেয়ে বেশী পয়েন্ট পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দেড় মাসের দীর্ঘ উইন্ডিজ সফর ও ঈদের ছুটি কাটিয়ে ফেরা ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ট্রেনারও। তবে আরো উন্নতির জন্য কাজ যাচ্ছে ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবাই।
উল্লেখ্য যে এশিয়া কাপের জন্য টাইগারদের এই প্রস্তুতি ক্যাম্প চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। সব ঠিক থাকলে ৯ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে ম্যাশ বাহিনী। টুর্নামেন্টের উদ্ভোধনী দিনে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ (১৫ সেপ্টেম্বর) দিয়েই শুরু হবে বাংলাদেশের এবারের এশিয়া কাপ মিশন, গ্রুপ পর্বে অপর প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর দুই গ্রুপের সেরা দুটি করে দল নিয়ে হবে সুপার ফোর পর্ব, এখান থেকে সেরা দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।
