জাতীয় দলে জায়গা পাওয়ার পর খেলে যাচ্ছেন নিয়মিত। পারফর্মেন্স দিয়েই জায়গা পাকা করে নিয়েছেন টাইগার একাদশে। সব মিলিয়ে লোয়ার মিডেল অর্ডারের ভরসা এখন এই তরুন।আর মোসাদ্দেককে দেখে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ বলছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

সেইসঙ্গে তার সাহসেরও প্রশংসা করেছেন। পাপন জানান,‘ভবিষ্যৎ যদি বলেন, তাহলে মোসাদ্দেক অনেক বড় পাওয়া। ওর বড় গুণ ভয় পায় না। কোনও ধরনের নার্ভাসনেস নেই।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন নাজমুল হাসান।

এদিকে অভিষেকের পর এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে খেলে ফেলেছেন দেশের হয়ে। শ্রীলংকার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে একাদশেও ছিলেন এই ডানহাতি।ম্যাচের সময় গুরুত্বপূর্ণ সময়ে সিঙ্গেল বের করে স্ট্রাইক রোটেট করতে পারেন তিনি। এই কদিনের ক্যারিয়ারে এমন মোসাদ্দেককে দেখেই অবাক নাজমুল।

তিনি আরও বলেন, ‘তার অভিজ্ঞতা বেশি নয়। তবু যে মুহূর্তে নামে ভয় পায় না। ও আশায় টিমটা আরও বেশি শক্ত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published.