
ওভাল টেস্টের শুরু থেকেই দাপট দেখিয়ে আসছিল ইংল্যান্ড। টেস্টের শেষ দিনেও আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আফ্রিকা। আধিপত্য দেখিয়ে প্রোটিয়াদের ২৩৯ রানের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।
কেনিংটন ওভালে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৫৩ রানের জবাবে ১৭৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৭৮ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে না
ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ৩১৩ রান তোলে ইনিংস ঘোষণা করলে দক্ষিণ আফ্রিকার সামনে ৪৯২ রানের প্রায় অসম্ভব লক্ষ্যমাত্রা দাঁড়ায়। কিন্তু সেটির পেছনে ছুটতে গিয়ে মাত্র ২৫২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।
চতুর্থ ভেন্যু হিসেবে শততম ম্যাচ আয়োজন করায় ওভাল টেস্ট স্মরণীয় হয়েই থাকবে। অন্যদিকে ইংল্যান্ডের অভিষিক্ত পেসার টোবি রোল্যান্ড-জোন্স ম্যাচে ৮ উইকেট নিয়ে স্মরণীয় করে রাখলেন। তবে এবার সে দুটিকেই ছাপিয়ে যান মঈন আলি। এই ইংলিশ স্পিনার অসাধারণ এক হ্যাটট্রিক করেন।
৭৬তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে এলগার ও ক্যাগিসো রাবাদাকে ক্যাচ আউট করেন এই ইংলিশ স্পিনার। দুটি ক্যাচই নেন বেন স্টোকস।
এরপর ৭৮তম ওভারের প্রথম বলে মরনে মরকেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিক করার পাশাপাশি ইংল্যান্ডকে বড় জয় এনে দেন মঈন আলী। এটি তার ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক।
