
এক জুন থেকে পর্দা উঠছে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আর সেই আসরে বাংলাদেশের ভাল সম্ভাবনা দেখছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে সাঙ্গাকারা চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে এক বিশেষ কলাম লিখেছেন। সেখানে, বাংলাদেশ বাদে অন্য সাত দলেরও শক্তিমত্তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন সাঙ্গাকারা।
সাবেক এই লঙ্কান অধিনায়কের চোখে বাংলাদেশ এই টুর্নামেন্টের ডার্ক হর্স। তিনি লিখেছেন, ‘বাংলাদেশই সত্যিকারের ডার্ক হর্স। অনেক আশা আর সম্ভাবনা নিয়ে তারা এই টুর্নামেন্টে এসেছে। কোচ চান্দিকা হাতুরুসিংহের অধীনে গত দু’বছরে বাংলাদেশ ক্রিকেট খুব দ্রুত এগিয়ে গেছে। সৌভাগ্যজনক ভাবে, ওদের এক ঝাঁক তারুণ্যে ভরপুর প্রতিভাবান ক্রিকেটার আছেন। আর বরাবরই ওরা জয়ের জন্য উদগ্রীব।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপ পর্বের লড়াইটা মোটেও সহজ নয়। লড়তে হবে স্বাগতিক ইংল্যান্ড, দু’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, এক বারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখানেও বাংলাদেশকে ভয়ঙ্কর প্রতিপক্ষ বলেই মানছেন সাঙ্গাকারা।
তিনি লিখেছেন, ‘বর্তমান বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। উন্নতি করার চাহিদা তৈরী হচ্ছে ওদের ভেতর। কিভাবে জিততে হয় সেটা ওরা শিখে গেছে। ফলে ওরা দিনকে দিন ভয়ঙ্কর দলে পরিণত হচ্ছে। আমি জানিনা ওরা টুর্নামেন্টের শেষ অবধি টিকে থাকবে কি না, কিন্তু আমি নিশ্চিত যে ওরা বাকি দলগুলোর জন্য মাথাব্যাথার কারণ হবে।’
