
মাশরাফি মনে করেন হাবিবুল বাসার বাংলাদেশ জাতীয় দলের সর্বকালের সেরা অধিনায়ক।
কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ জাতীয় দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
২০১৪ সালের পর থেকে বদলে গেছে বাংলাদেশ জাতীয় দল। মাশরাফি যখন অধিনায়কের দায়িত্ব পায় তখন বাংলাদেশ অবস্থান ছিলো নবম। সেখান থেকে দলকে ছয়ে আসার সম্মান দেন। তবে বাংলাদেশরর অবস্থান এখন সাত নাম্বারে ।
২০১৫ সালের বিশ্বকাপে কোয়াটার ফাইনাল ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনাল সব তার হাত ধরেই এসেছে।
তাছারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিলো বাংলাদেশ মাশরাফি হাত ধরে।
ভারত এবং দক্ষিণ অাফ্রিকার মত দেশকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ মাশরাফি হাত ধরে।
সেই মাশরাফি বলেন হাবিবুল বাসার সর্বকালের সের অধিনায়ক। তার হাত দরেও এসেছে সিরিজ জয়। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন টেস্ট ম্যাচে জয়লাভ করে।
মাশরাফি আরও বলেন “আমি সেরা অধিনায়ক ঠিক আছে। আমার মনে হয় হাবিবুল বাসার ভাই ভালো করেছে। তিনি আরও বলেন সাকিব, মুসফিকের কথা।
এক এক পর্যায় গিয়ে এক একজন দলের হাল ধরেন।
আমার টুকু যথা সম্ভব চেষ্টা করেছি। যতটুকু পেরেছি ততটুকু নিয়ে খুশি থেকেছি। চেষ্টা করব সামনের দিন গুলো ভালো করতে।
হাবিবুল বাশার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মোট ৬৯ টি ম্যাচে। যার মধ্যে জয় ছিলো ২৯ টিতে অার পরাজয় ৪০ টিতে। বাশারের হাত ধরে ২০০৪/০৫ মৌসুমে জিম্বাবুয়ে বিপক্ষে সর্বপ্রথম ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। অন্য দিকে মাশরাফি এখন পর্যন্ত ৪৭ মাচের অধিনায়কে দায়িত্ব পালন করেন। তার মধ্যে ২৭ টি ম্যাচে জয় পেয়েছে। অার পরাজিত হয়েছে ১৮ টি ম্যাচে।
