
বাংলাদেশ ক্রিকেটের খুব বড় একটি আসর বিপিএল।
বিপিএল এর ১ম ও ২য় আসরে ঢাকার আইকন ছিলেন মাশরাফি। এবং এনে দিয়েছিলো দুইটি ট্রফি।
এবং ৩য় ও ৪র্থ আসরে কুমিল্লার আইকন ছিলেন মাশরাফি। বিপিএল এর ৩য় আসরে কুমিল্লাকেও চ্যাম্পিয়ান হওয়ার আনন্দ দিয়েছলো মাশরাফি।
বিপিএল এর ৫ম আসরে রংপুরের আইকন হলো মাশরাফি।
মাশরাফি কে পেয়ে খুশি রংপুর রাইডার্সের কোচ। তিনি রংপুর রাইডার্সের দলে ম্যাশকে পেয়ে খুব বেশি খুশি হয়েছেন।
টম মুড আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ‘হেডস্যার’ ছিলেন। ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন তিনি। তিনি বলেন, ম্যাশ আমার অর্ধেক কাজ কমিয়ে দেবে।
…
বাংলাদেশ জাতীয় দলকে তলানি থেকে তুলে ক্রিকেটে নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে টাইগার এই অধিনায়ক। অনেকেই তাই বলে থাকেন, ম্যাশের হাতে জাদুর কাঠি আছে। সেই কাঠির ছোঁয়াতে বদলে যেতে পারে যেকোনো দল। এবার মুডি হয়তো সে বিষয়টিই বোঝাতে চেয়েছেন। মাশরাফিকে পেয়ে এবার শিরোপার স্বপ্ন আরও বড় হয়েছে রংপুরের।
