
মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সিনিয়র সদস্য তিনি। রিয়াদ অল-রাউন্ডার , কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অকেশনাল অফ স্পিন বোলার হিসেবে দলে খেলছেন। একসময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সহঃ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
২০০৭ সালের ২৫ শে জুলাই শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের।আর অভিষেক ম্যাচেই ২ উইকেট ও ৩৬ রান করে নিজের আগমনী বার্তা দেন তিনি।
এক নজরে দেখে নেন তার হাসি কান্নায় ভরা ১০ বছরের ক্যারিয়ার।
টেস্ট অভিষেক ৯ জুলাই ২০০৯
ম্যাচ ৩৩
ইনিংস ৬২ ইনিংস
রান ১৮০৯
গড় ৩০.১৫
বেস্ট ১১৫
শতক ০১
অর্ধশতক ১৩
উইকেট নিয়েছেন ৩৯ টি
ওডিআই অভিষেক ২৫ জুলাই ২০০৭
ম্যাচ ১৪৫
ইনিংস ১২৬
রান ৩১৫৫
গড় ৩৪.৬৭
বেস্ট ১২৮
শতক ০৩
অর্ধশতক ১৭
উইকেট নিয়েছেন ৭০ টি
টি২০আই অভিষেক ১ সেপ্টেম্বর ২০০৭
ম্যাচ ৫৯
ইনিংস ৫১
রান ৮০৯
গড় ২০.২৩
বেস্ট ৬৪
শতক ০০
অর্ধশতক ৩
উইকেট নিয়েছেন ২২ টি।
সামনের ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
