আজ মাঠে নামানো হয় নি মিরাজকে অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে । তাকে ছাড়াই সিপিএলের ম্যাচে মাঠে নেমেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছেন মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্স।

আজ ত্রিনবাগোর বোলিং তোপে ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি সেন্ট লুসিয়া। নির্ধারিত ২০ ওভারে ড্যারেন সামির দল ৯ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেন। ১৩৩ রানের লক্ষ্য ব্রেন্ডন ম্যাককালাম ও কলিন মুনরোর ঝোড় বেটিংএ মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে চলেযায় যায় ত্রিনবাগো।

সেন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আন্দ্রে ফ্লেচার। শেষ দিকে কাইল মায়ারের ব্যাট থেকে আসে ২৩ রান। মায়ারের ব্যাট থেকে আসে ২৩ রান।রান করতে ব্যর্থ হয়েছেন জনসন চার্লেস ২, কামরান আকমল ৫, মারলন স্যামুয়েলস ১৩ জেসি রাইডার ১৮ ও ড্যারেন সামির ৬ ।

ত্রিনবাগোর বোলাররা আসলে মোটেও সুবিধা করতে দেননি সেন্ট লুসিয়ার বেটিং দের। শাদাব খান ১৫ রান খরচ করে তুলেনেন ২ উইকেট ও ডোয়াইন ব্রাভো ২৩ রানে নিয়ে ছিলেন ২ উইকেট ।

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানি স্পিনার শাদাব ।

ম্যাককালাম ২৭ বলে ২ চার ও ৭ ছক্কার সাহায্যে করেন অপরাজিত ৫৮ রানের ইনিংস। তার সঙ্গে তাল মিলিয়ে মুনরো ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৬৬ রানের অপরাজিত ইনিংস।