বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা একের পর এক নারী নির্যাতনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। রুবেল হোসেন, নাসির হোসেন, আরাফাত সানি, সাব্বির রহমান, মোহাম্মদ শহীদের পর এই বার নারী কেলেঙ্কারিতে জড়ালেন জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত!

 

তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করলেন স্ত্রী সামিয়া শারমিন। ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে এই মামলা করে তার স্ত্রী।

২০১২ সালের ২৮ অক্টোবর আপন খালাত বোন সামিয়া শারমিন সামিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মোসাদ্দেক হোসেন সৈকত। বিয়ের পূর্বে খালাত বোন সামিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। পরে দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিক পরিবেশে কন্যার নিজ বাসায় বরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।