বিশ্বকাপকে সামনে রেখে এবার আন্তর্জাতিক জংগী সংগঠন আইএস ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে হত্যার হুমকী দিয়ে টুইটারে ছবি ছেড়েছে।

 

ছবিতে ক্যাপশন :

“তুমি নিরাপত্তা উপভোগ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম দেশগুলোতে আছি।”

 

আইএসের এসব কর্মকান্ডে মুসলমানদের বিরুদ্ধে বিধর্মীদের বিদ্বেষ কেবলই বাড়ছে। কয়েক দিন আগে মেসিকে হুমকী দিয়ে ছবি ছাড়ে তারা।

আর এখন পোস্টারবয় নেইমারকে। মেসি,নেইমার দের মত বিশ্বপ্রিয় মানুষদের কেন যে তারা টার্গেট করছে?

মেসি,নেইমারের ছবি বিকৃত করে জঙ্গিবাহিনী

বিশ্বকাপে বড় ধরণের হামলার হুমকি দিচ্ছে।

এই জঙ্গিবাদদের বিরুদ্ধে মোকাবেলায় প্রস্তুত থাকতে বিশ্ববাসীর।