আজ ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে পন্ড হয়ে যায় ম্যাচটি। এদিন মাঠে কোন বল গড়াতে পারেনি। সেই সাথে টস পর্যন্ত হয়নি। এতে বড় ক্ষতি হলো বাংলাদেশের। কেননা আজকের ম্যাচে জয়লাভ করতে পারলে কিছুটা এগিয়ে যেতে পারত বাংলাদেশ। 

এখন বাংলাদেশের ম্যাচ রয়েছে পাঁচটি। প্রতিপক্ষ হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ওয়েস্ট-ইন্ডিজ। এখন বাংলাদেশ সেমিফাইনাল খেলতে চাইলে চারটি ম্যাচে জয়লাভ করতেই হবে বাংলাদেশকে। 

চার ম্যাচে এক জয়, দুই পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে বাংলাদেশের পয়েন্ট তিন। সামনে চার ম্যাচে জয়লাভ করতে পারলে এগারো পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা জেগে থাকবে। 

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন