জাতীয় দল থেকে বাদ পরেছেন অনেক আগেই।  এর পর আর জাতীয় দলে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। নিজেকের একে বারেই হারিয়ে ফেলেছেন ক্রিকেট থেকে। সেই নাসির হোসেন হলেন ম্যাচ সেরা।  

জাতীয় লিগের ফিটনেস টেস্টে প্রথম দফায় উতর্তিণ হয়নি। উতর্তিণহয়েছেন দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়ে, জাতীয় লিগ শুরুর পর অসাদচরণে জন্য শাস্তিও পেতে হয়েছে তাকে। তবে সব পেছনে ফেলে ব্যাট হাতেই ঠিকি জ্বলে উঠেছেন নাসির হোসেন। সদ্য সমাপ্ত জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে তার দুর্দান্ত সেঞ্চুরিতেই উদ্ধার হয় বিপাকে পড়া রংপুর বিভাগ, জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কারও।  ব

গুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম স্তরের ঢাকা-রংপুর ম্যাচ শেষ হয়েছে ড্রয়ের মধ্য দিয়ে। ১১ রানে এগিয়ে থাকা রংপুর গতকাল তৃতীয় দিন শেষ করে ৫ উইকেটে ২০০ রানে, ১০৪ রানে নাসির হোসেন ও ১৯ রানে অপরাজিত ছিলেন নাইম ইসলাম। চতুর্থ দিন বেশি দূর এগোতে পারেননি নাইম ইসলাম। সালাউদ্দিন শাকিলের বলে ফিরেছেন ৩২ রান করে, নাইমের বিদায়ের পর একা হাতেই টেনেছেন নাসির হোসেন।