
অস্ট্রলীয়া বিশ্ব ক্রিকেটে দাপট ছিল অসামান্য। ওয়ানডে আর টেস্টে সব ফরমেটেই রাজত্ব ছিল অস্ট্রেলিয়ার। ১৮ আগস্ট দুটি টেষ্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে তারা। কিন্তু এর আগেই শুনতে হচ্ছে নিজেদের টেস্ট রেঙ্কিং হারানোর খবর। নিজেদের অর্জিত সম্মান হারিয়ে আবার ফিরে পেতে বাংলাদেশ সফরে আসতে বাধ্যই হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম।
অস্ট্রেলিয়ার জন্য আরো কঠিন হয়ে পারে বাংলাদেশ সফর । যদি হেরে যায় তাহলে আরো নাজুক অবস্থা হবে অস্ট্রেলীয়ার। আর যদি জিতে তাহলে রেঙ্কিংয়ে উন্নতি করে সম্মান ফির পাবে।
র্যাঙ্কিং ফিরে পেতে বাংলাদেশের মত শক্তিশালী দলকে মোকাবেলা করতে হবে অস্ট্রলিয়াকে । এ অবস্থায় বাংলাদেশ সফরে কঠোর মনোবল নিয়েই আসবে তারা।
গতকাল শেষ হয়েছে সাউথ-আফ্রিকা বনাম ইংল্যান্ডের চার ম্যাচ টেস্ট সিরিজ। এই সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। এর ফলে র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে ইংল্যান্ড। বর্তমানে ১০৫ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। আর ১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে অস্ট্রেলিয়া।
সিরিজ হেরেও দ্বিতীয় অবস্থানে আছে সাউথ আফ্রিকা তাদের পয়েন্ট ১১০। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিতে নেয়া ভারত ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ ৬৯ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে ।
