ক্রিকেট ক্যারিয়ারে চলছে সোনালী সময়। ইনজুরি কাটিয়ে অনেক দিন পর জাতীয় দলে ফিরেই শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। এভাবেই দারুণ প্রত্যাবর্তনের মাধ্যমে সম্প্রতি খবরের হেডলাইনে ভারতের ওপেনার লোকেশ রাহুল। সেই রাহুলই অনেকদিন ধরে এক নামকরা টিভি উপস্থাপিকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, রাহুলের বান্ধবীর নাম এলিকজার নাহার। একটি বিখ্যাত টিভি চ্যানেলের খেলাধুলা বিষয়ক উপস্থাপক তিনি। পাশাপাশি মডেলিং ও করছেন নিয়মিত। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নামার আগে বান্ধবীর সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন রাহুল। হাল আমলের সেলফি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে।

তার সেই বিশেষ মুহূর্তের ছবি আপাতত ভাইরাল নেট দুনিয়ায়।

দীর্ঘদিন ধরেই এলিকজারের সঙ্গে পরিচয় হয় রাহুলের। অন্য তারকাদের মতো নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি রাহুল বা এলিকজার কেউই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জুটি জানিয়েছিলেন, ওপেন রিলেশনপশিপেই বিশ্বাসী তারা। আইপিএল ময়দান থেকে জনপ্রিয় টিভি শো, সর্বত্রই বান্ধবীর সঙ্গে দেখা গেছে এই ব্যাটসম্যানকে। এবার ছবি ভাইরাল হওয়ার পর রাহুলভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়াও জানান। অধিকাংশই এই জুটিকে শুভকামনা জানিয়েছেন।