
রিও অলিম্পিক এর টেনিস এর ড্র এর ফলে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে যে সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন বিশ্ব র্যাঙ্কিং এর ১ নম্বর তারকা নোভাক জোকোভিচ এবং র্যাঙ্কিং এর ৫ নম্বরে থাকা স্পেনিয়ার্ড রাফায়েল নাদাল যদি তারা উভয়েই সেমিফাইনালে পৌছাতে সক্ষম হন। আর সেক্ষেত্রে তাদের মধ্যে একজনেরই কেবল সুযোগ থাকবে অলিম্পিক এর ফাইনালে যাওয়ার ও স্বর্ণপদক জয় করার।
সাির্বয়ান টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ অবশ্য নাদাল এর সাথে খেলার জন্য উৎসুক ভাবেই অপেক্ষা করে আছেন, “আমি তার (নাদালের) বিরদ্ধে খেলার আশা করি, কেন নয়!” জানান জোকোভিচ, “আমি বেশ ভাল অনুভব করছি এবং আমি প্রত্যয়ী এই অলিম্পিককে যতটা সম্ভব স্মরনীয় করে রাখার জন্য।” তিনি তার লক্ষ্য ও মনোযোগ নিয়েও কথা বলেন, “ এটি ইতিমদ্ধেই একটি অবিশ্বাস্য আয়োজন কারন এখানে আপনি সারা বিশ্বের খেলোয়াড়দের সাথে খেলার সুযোগ পাবেন। আমি অবশ্যই স্বর্ণপদক জিততে চাইব কিন্তু এই মুহূর্তে আমার লক্ষ্য প্রথম রাউনড এর ম্যাচে মনোনিবেশ করা।” ইতিমধ্যেই এই খেলোয়াড় নিরিবিলিতে আরো ভাল প্রস্তুতি নেওয়ার জন্য এবং অটোগ্রাফ ও সেলফি শিকারিদের হাত থেকে বাঁচার জন্য শুক্রবার অলিম্পিক ভিলেজ ত্যাগ করেন।
এদিকে অলিম্পিক শুরু হওয়ার আগে একে প্রেস কনফারেন্সে জোকোভিচ অলিম্পিকে অংশ নেওয়া নিয়ে তার উত্তেজনা ও প্রত্যাশা নিয়ে জানান সাংবাদিকদের, “আমি এই গেমে অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এবং শুধু আমি না, এই টেবিলে যারা বসে আছেন আমরা সবাই এটা নিয়ে উত্তেজিত।” তিনি আরো বলেন, “১০,০০০ খেলোয়াড় একসাথে এখানে কাজ করছে, একসাথে খাচ্ছে, সুতরাং এটা সত্যিই স্পেশাল আর আমি সবসময়ই এটার অংশ হতে ভালবাসি।”
জোকোভিচ এর ইতিপূর্বে অলিম্পিকে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলেও সোনার মেডেল কখনো জয় করা হয়নি তার। তিনি জানান, “এটা নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হবে। কিন্তু আমাকে ধীরস্থির ভাবে খেলতে হবে ও সতর্কতার সাথে মনোনিবেশ করতে হবে। আমি বেইজিং এ ব্রোঞ্জ জিতেছিলাম, লন্ডনে ভাল করতে পারিনি, কিন্তু আমি যখনই নিজের দেশের জন্য খেলতে যাই আমার হৃদয় ও সর্বস্ব দিয়ে খেলি।”
