
শক্তিশালী ভারতের বিপক্ষে এই ম্যাচে ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টস করতে আসা সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করেছিল বাংলাদেশ।
ভারতের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নিচ্ছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।
ভারতের হয়ে দলে ফিরেছেন ওপেনার রোহিত শর্মা। শেখর ধাওয়ানের সাথে ব্যাটিংয়ে নেমেছেন তিনি। বল হাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের প্রথম ওভার দেখে খেললেও রুবেলের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই সরাসরি বোল্ড হন রোহিত।
বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান ও শফিউল ইসলাম।
ভারত স্কোয়াডঃ
ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, রবি চন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাস্প্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি।
